ফায়ার সার্ভিস জানায়, বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে তারা সচিবালয়ের ৭ নং ভবনে আগুন লাগার খবর পান। রাত ১টা ৫৪ মিনিটে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে পৌঁছেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তালহা বিন জসীম জানান, আগুন নেভাতে ৮টি ইউনিট কাজ করছে।
সর্বশেষ রাত তিনটায় ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১১ করা হয়েছে। রাত ৩টা ২৩ মিনিটে জানানো হয়, ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১৮ করা হয়েছে।
প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নং ভবনে রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।