ঢাকা, শনিবার ১১ জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

কালীগঞ্জে আগুনে পুড়লো গোডাউনসহ ২ টি দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

বসির আহাম্মেদ, ঝিনাইদহ : | প্রকাশের সময় : সোমবার ৯ অক্টোবর ২০২৩ ০৪:১২:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে গেলো গোডাউনসহ ২ টি ক্রোকারিজের দোকান। এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। সোমবার সকালে কালীগঞ্জ উপজেলা শহরের পুরাতন ব্রীজ সংলগ্ন এলাকায় এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস জানান, সকাল ৬ টার দিকে ব্রীজ সংলগ্ন রাজধানী ক্রোকারীজে আগুন জ¦লতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় ২ ঘন্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে পুড়ে যায় রাজধানী  ক্রাকারীজ ও মিজানুর এ্যালুমিনিয়ামনের দোকান ও গোডাউনের সকল মালামাল। এতে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা ফায়ার সার্ভিসের।