ঢাকা শহরে গ্যাস সংকটের সমস্যা নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে এ সংকট এতটাই তীব্র রূপ ধারণ করেছে যে নাগরিক জীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। শহরের বেশ কিছু এলাকায় দিনের অধিকাংশ সময় গ্যাসের সরবরাহ একেবারেই থাকছে না। আবার কোথাও কোথাও সামান্য পরিমাণে গ্যাস থাকলেও তা দিয়ে দৈনন্দিন প্রয়োজন মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, এলএনজি (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) টার্মিনালের মেরামতকাজের কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহ কমে গেছে। এই অবস্থার ফলে কিছু এলাকায় সংকট আরও তীব্র হয়েছে। যদিও সংস্থাটি দাবি করছে যে এটি একটি অস্থায়ী সমস্যা, তবে অনেক এলাকাবাসী মনে করছেন সমস্যার মূল কারণ তত্ত্বাবধানের অভাব এবং অবকাঠামোগত দুর্বলতা।
মোহাম্মদপুরের বাসিন্দা দিলরুবা মারজান বলেন, “সকাল থেকে রাত পর্যন্ত গ্যাস থাকে না। ভোরবেলা একটু গ্যাস পাই, তাতেই রান্না সারতে হয়। অনেক সময় হোটেল থেকে খাবার কিনে আনতে হচ্ছে।”
অন্যদিকে আগারগাঁয়ের বাসিন্দা এম এম লিংকন জানান, “আমাদের এলাকায় সকালের দিকে গ্যাসের চাপ এতটাই কম যে চুলা জ্বালানোই যাচ্ছে না। আমরা রীতিমতো বিপাকে পড়েছি।”
গ্যাস সংকটের সময় বিকল্প ব্যবস্থা না থাকায় ভোগান্তি আরও বেড়েছে। অনেক পরিবার বাধ্য হয়ে ইলেকট্রিক কুকার বা এলপিজি সিলিন্ডারের উপর নির্ভর করছে। তবে এসব ব্যবস্থাও সবার জন্য সহজলভ্য নয়। ইলেকট্রিক কুকারের ক্ষেত্রে বিদ্যুতের খরচ বাড়ছে, আর এলপিজি সিলিন্ডার ব্যবহারের খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ঢাকা শহরের ক্রমবর্ধমান জনসংখ্যা এবং বাড়তি চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্যাস সরবরাহ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। এ জন্য নতুন অবকাঠামো তৈরি এবং মজুদ ব্যবস্থার আধুনিকায়ন জরুরি। পাশাপাশি এলএনজি সরবরাহে নিরবচ্ছিন্নতা নিশ্চিত করতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করতে হবে।
সরকারি পর্যায়ে জানানো হয়েছে, এলএনজি টার্মিনালের মেরামতকাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। এছাড়া গ্যাস সরবরাহের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এই সমস্যার পুনরাবৃত্তি রোধে কী ধরনের পরিকল্পনা নেওয়া হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেওয়া হয়নি।
ঢাকা শহরের গ্যাস সংকট নাগরিক জীবনের স্বাভাবিক গতিধারা ব্যাহত করছে। সাময়িক সমাধানের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন না হলে এ ধরনের সংকট ভবিষ্যতে আরও ঘনীভূত হবে। নাগরিক ভোগান্তি কমাতে দায়িত্বশীল সংস্থাগুলোর সুনির্দিষ্ট উদ্যোগ এবং কার্যকর ব্যবস্থাপনা প্রয়োজন।
বায়ান্ন/এসএ