ঢাকা, শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

মুহাম্মদ ফরিদ হাসানের নতুন প্রবন্ধগ্রন্থ ‘চিত্রকলার জগৎ’ প্রকাশিত

পারভেজ হাসান | প্রকাশের সময় : শুক্রবার ১০ জানুয়ারী ২০২৫ ০৫:৫২:০০ অপরাহ্ন | সাহিত্য

সাহিত্যপ্রেমী ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসানের নতুন প্রবন্ধগ্রন্থ ‘চিত্রকলার জগৎ’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। প্রবন্ধগ্রন্থটি ইতিমধ্যেই অনুপ্রাণন তরুণ পাণ্ডুলিপি পুরস্কার-২০২৪ অর্জন করেছে। অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত এ বইটি পাঠক মহলে সাড়া ফেলতে শুরু করেছে।

মুহাম্মদ ফরিদ হাসান বলেন, "চিত্রকলার প্রতি আমার ভালোবাসা বহুদিনের। শিল্পবোদ্ধা না হলেও ভালোবাসার জায়গা থেকেই চিত্রকলা নিয়ে লিখি ও পড়ি। কোনো প্রদর্শনী হলে সেটি দেখতে যাওয়া আমার শখ। এই বইটিতে চিত্রকলা বিষয়ক ১৩টি প্রবন্ধ রয়েছে, যেখানে শিল্প ও শিল্পীর নানান দিক তুলে ধরার চেষ্টা করেছি।"

তিনি আরও উল্লেখ করেন যে বইটিতে ভ্যান গঘ, সালভাদর দালি এবং পিকাসোর মতো বিশ্বখ্যাত শিল্পীদের পাশাপাশি বাংলার চিত্রশিল্পীদের নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি শিল্পীদের দায়বদ্ধতা, সংগ্রাম, প্রতিবাদ এবং বন্ধুত্বের মতো বিষয়গুলোকে তিনি প্রবন্ধে অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেন, "আশা করি, বইয়ের লেখাগুলো পাঠকদের মধ্যে চিত্রকলার প্রতি আগ্রহ সৃষ্টি করবে।"

শান্তিনিকেতনের লেখক ও গবেষক স্বাতী ঘোষ বইটি সম্পর্কে বলেন, "চিত্রকলার জগৎ পড়তে গিয়ে মনে হলো লেখক জটিল বিষয়গুলোকে পাঠকের হৃদয়ের কাছে পৌঁছে দেওয়ার দুরূহ কাজটি সহজ করে তুলেছেন। তত্ত্ব, তথ্য ও তারিখের মতো কঠিন উপাদানগুলোকে জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করেছেন। এটি চিত্রকলার প্রতি পাঠকদের গভীর আগ্রহ তৈরি করবে।"

‘চিত্রকলার জগৎ’-এর প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। প্রকাশকাল নভেম্বর ২০২৪, এবং বইটির মূল্য ৩০০ টাকা। এটি অনলাইনে অনুপ্রাণন ডটকম থেকে পাওয়া যাবে।

সাহিত্যের প্রতি নিবেদিত মুহাম্মদ ফরিদ হাসান একযুগেরও বেশি সময় ধরে লেখালেখিতে সক্রিয়। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রকাশনা থেকে এ পর্যন্ত তার ২৮টি বই প্রকাশিত হয়েছে। ছোটকাগজ এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত তার লেখা ৪০০টিরও বেশি।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে:

* ‘মিথ্যুক আবশ্যক’ (কাব্যগ্রন্থ)

* ‘অন্য শহরের গল্প’ (গল্পগ্রন্থ)

* ‘সাহিত্যের অনুষঙ্গ ও অন্যান্য প্রবন্ধ’ (প্রবন্ধগ্রন্থ)

* ‘রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা’ (গবেষণাগ্রন্থ)

* ‘শতবর্ষে চা শ্রমিক আন্দোলন’ (গবেষণাগ্রন্থ)

এছাড়া তিনি সেন্টার ফর হিস্ট্রি অ্যান্ড কালচারাল রিসার্চ-এর প্রতিষ্ঠাতা এবং পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ-এর আজীবন সদস্য।

মুহাম্মদ ফরিদ হাসান ইতোমধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কার অর্জন করেছেন। তার মধ্যে রয়েছে:

* চাঁদপুর সাহিত্য একাডেমি পুরস্কার-২০১৪

* দেশজ জাতীয় পাণ্ডুলিপি পুরস্কার-২০১৭

* অনুপ্রাণন পাণ্ডুলিপি পুরস্কার-২০২৪

‘চিত্রকলার জগৎ’ বইটি শুধু শিল্পপ্রেমীদের জন্য নয়, বরং সাধারণ পাঠকদের জন্যও চিত্রকলার জগৎ সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে। এ বইটি পাঠকদের জন্য একটি মূল্যবান সংযোজন হতে পারে।

বায়ান্ন/পিএইচ