ঢাকা, রবিবার ১৭ নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের মানববন্ধন

রাসেল হাসান, কুষ্টিয়া | প্রকাশের সময় : রবিবার ১৭ নভেম্বর ২০২৪ ০৪:২৭:০০ অপরাহ্ন | দেশের খবর

কুষ্টিয়া জেলা বিএনপির সদ্য ঘোষিত ৩১ সদস্য বিশিষ্ট কমিটিকে প্রত্যাখ্যান করে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলা বিএনপির একাংশ। 

রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর নেতৃত্বে মানববন্ধন ও কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক কাজল মজমাদার, সাবেক সংসদ সদস্য হাবলু মোল্লা, আব্দুর রাজ্জাক, মিরাজুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপু, যুববিষয়ক সম্পাদক মেজবাউল হক’সহ শহর ও বিভিন্ন উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের একাংশ।

মানববন্ধনে অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, কুষ্টিয়া জেলা ৩১ সদস্য বিশিষ্ট কুতুবউদ্দিন-জাকির হোসেন এর জেলা কমিটি একটি পকেট কমিটি। এই কমিটিতে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা মামলা ও জুলুমের শিকার কোন ত্যাগি নেতার স্থান হয়নি। আমরা এই কমিটি ভেঙ্গে দ্রুত নতুন কমিটি দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের আহবান করছি। 

আব্দুর রাজ্জাক বলেন, মামা-ভাগ্নের এই কমিটিতে দলের কোন টাকি নেতা নেই। বিগত ষোলো বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট অনেকেই এই কমিটিতে স্থান পেয়েছে। যারা গত ১৬ বছর বিএনপির নেতা কর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে নিপীড়ন করেছে সেই সমস্ত আওয়ামী নেতাদের বিএনপির জেলা কমিটি থেকে বাদ দিয়ে বিএনপির ত্যাগী নেতাদের নিয়ে দ্রুত নতুন কমিটি দেওয়ার জন্য বিএনপি'র কেন্দ্রীয় নেতাদের অনুরোধ করেন।

বায়ান্ন/প্রতিনিধি/একে