ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

খুলনায় বিএনপি'র ১৩০ নেতা কর্মীর নামে মামলা: গ্রেপ্তার-১

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : রবিবার ১২ ফেব্রুয়ারী ২০২৩ ১১:৩৫:০০ অপরাহ্ন | দেশের খবর


খুলনার ডুমুরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপি'র কেন্দ্রীয় কমিটির নেতা আজিজুল বারী হেলালসহ ১৩০ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। গতকাল শনিবার ডুমুরিয়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে পদ যাত্রা কর্মিসূচী পালন কালে পুলিশের কাজে বাঁধাসহ বিভিন্ন অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার আসামী ডুমুরিয়া সদর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আফজাল খান কে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী ডুমুরিয়া  থানার এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ১২০/১৩০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল,খুলনা জেলা বিএনপি'র আহ্বায়ক আমীর এজাজ খান,উপজেলা বিএনপি'র আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ,যুগ্ম আহ্বায়ক শেখ সরোয়ার হোসেন ও শেখ হাফিজুর রহমান,যুবদল নেতা মোল্যা মশিউর রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৮ জন নেতৃবৃন্দের নাম উল্লেখ করা হয়েছে।

এজাহারে বাদী তারেক মোহাম্মদ নাহিয়ান  উল্লেখ করেন, গত ১১ ফেব্রুয়ারী দুপুরের দিকে আসামিরা ধ্বংসাত্বক কার্যকলাপের  উদ্দেশ্যে বিষ্ফোরক দ্রব্য নিয়ে ডুমুরিয়া সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সমবেত হয়। যা আইনত দণ্ডনীয় অপরাধ।

এ সময় ঘটনাস্থল থেকে ১০টি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার এবং রাতে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।