ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

খুলনায় হকার্স মার্কেটে আগুন

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৮ ডিসেম্বর ২০২২ ১২:০৮:০০ অপরাহ্ন | দেশের খবর
 
 খুলনার বড় বাজার এলাকার খাজা খান জাহান আলী হকার্স মার্কেটের পলিথিন ও কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  
 
ক্লে রোডে অবস্থিত ওই মার্কেটে বুধবার (৭ডিসেম্বর)  রাত সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। আগুনে তিনটি দোকান পুড়ে যায়। 
 
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় মার্কেটের তিনটি দোকান আগুনে পুড়ে যায়। 
 
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বয়রা স্টেশন নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে  জানা যায়, খাজা খানজাহান আলী হকার মার্কেটের সাধারণ সম্পাদক মোস্তফা পাটোয়ার পলিথিন ও কেমিক্যাল এর দোকানে আগুন লাগে। সেই আগুন পাশের আরো দুটি দোকানে ছড়িয়ে পড়ে। 
আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন তা নেভানোর চেষ্টা করে। 
 
অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরীর টুটপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে দুইটি ও খুলনা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে যান। 
 
 
ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়েছে।এর মধ্যে রয়েছে একটি কসমেটিকের দোকান একটি তারের দোকান ও একটি  রঙের দোকান। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে  জানাতে পারেনি সার্ভিসের এ কর্মকর্তা।
##