![](https://dainikbayanno.com/storage/untitled-2-144.jpg)
পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে ৯টি ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার রূপসা উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে রূপসায় ৯টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লংঘন করে ইটভাটা পরিচালনা করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় রূপসার অগ্রণী ব্রিকসকে ২ লাখ টাকা, মুন ব্রিকসকে ২ লাখ টাকা, নিশান ব্রিকসকে ২ লাখ টাকা, রোজ ব্রিকসকে ৪ লাখ টাকা, সিটি ব্রিকস-১ কে ২ লাখ টাকা, সিটি ব্রিকস-২ কে ২ লাখ টাকা, এলএসবি ব্রিকসকে ২ লাখ টাকা, এমএনএস ব্রিকসকে ২ লাখ টাকা এবং আজাদ ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষায় খুলনা জেলায় ইটভাটার বিরুদ্ধে এ ধরনের ভবিষ্যতেও চলমান থাকবে। এসময় রূপসা অভিযান জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, রূপসা থানা ও নৌশে ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ