খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত অর্নব নগরীর বসুপাড়া এলাকার বাসিন্দা নিতিশ কুমার সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে অর্নব ময়লাপোতা থেকে মোটরসাইকেলযোগে শিববাড়ি যাচ্ছিল। এসময় অন্য একটি মোটরসাইকেল বহর থেকে গুলি করা হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে অর্নব মোটরসাইকেল থেকে পড়ে যায়। দ্রুত উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নৃশংস এ হত্যাকাণ্ডের কারণ জানা না গেলেও ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
খুলনা সিটি মেডিকেলের জরুরি বিভাগের সামনে দাড়িয়ে নিহত অর্নবের বাবা নিতিশ কুমার সরকার বলেন, অর্নব খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রোল নং ২৩০৩১৭।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, হল প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।
এমবিএ'র ছাত্র নিহত অর্নবের বন্ধু ফাহিম বলেন, রাতে তেতুলতলা মোড় এলাকায় অর্নব মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎ গুলির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি লোকজন জড়ো হয়ে আছে। এ সময় হেলমেট ফেলানো দেখে বুঝতে পেরেছি আমার বন্ধু। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অর্নব ও আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে এমবিএতে পড়ি।
সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, রাতে তেতুলতলা এলাকায় অর্নব কুমার সরকারকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ বিষয়ে তদন্ত চলছে।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ