ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এই নিয়ে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে নিহতের সংখ্যা ৪৪ হাজার ৮০০ পেরিয়ে গেছে। আহত হয়েছেন লক্ষাধিক মানুষ।
গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, বুধবার (১১ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে ইসরায়েলি বাহিনীর চলমান আক্রমণে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৮০৫ জনে পৌঁছেছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ হামলায় এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ২৫৭ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা এবং রাস্তায় অবরুদ্ধ অবস্থায় থাকা অনেক মানুষ এখনও উদ্ধারকর্মীদের নাগালের বাইরে রয়ে গেছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, উদ্ধারকারীদের পক্ষে দ্রুত সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না।
গাজার মানবিক সংকট প্রতিদিনই আরও প্রকট হয়ে উঠছে। অনবরত বোমা হামলার কারণে বহু পরিবার সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাদ্য, পানি, ওষুধ এবং চিকিৎসাসেবার ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায় বারবার গাজায় সহিংসতা বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানালেও পরিস্থিতি প্রতিনিয়ত আরও অবনতির দিকে যাচ্ছে।
গাজার পরিস্থিতি কেবল সংখ্যার পরিসংখ্যান নয়; এটি একটি মানবিক বিপর্যয়, যা অবিলম্বে সমাধানের দাবি রাখে।
বায়ান্ন/এএস