ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

গাজীপুরে ছাঁটাইকৃত শ্রমিকদের পূণর্বহালের দাবিতে কর্মবিরতি পালন

এম এইচ শাহীন, গাজীপুর | প্রকাশের সময় : মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪ ০৩:৪৮:০০ অপরাহ্ন | দেশের খবর

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে ছাঁটাইকৃত শ্রমিকদের পূণর্বহালের দাবিতে দুই কারখানার প্রায় দশ হাজার পোশাক শ্রমিক কর্মবিরতি পালন করছেন। 

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৯টার সময় মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত এম.এম নীটওয়্যার লিঃ ও মামুন নীটওয়্যার লিঃ কারখানার পোশাক শ্রমিকরা এ কর্মবিরতি শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলেও শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভিতরে অবস্থান করছেন।

জানা যায়, গত ৩ নভেম্বর দুপুর আড়াইটার সময় শ্রমিকরা কিছু অযৌক্তিক দাবি নিয়ে কাজ বন্ধ করে আন্দোলন শুরু করে। শ্রমিকদের কিছু দাবী দাওয়া কর্তৃপক্ষ মেনে নিলেও আরও কিছু অযৌক্তিক দাবি উৎথাপন করে কাজে যোগদান থেকে বিরত থাকে। পরে কর্তৃপক্ষ কারখানার নিরাপত্তার স্বার্থে গেল ৪ নভেম্বর থেকে শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক কারখানার সকল কার্যক্রম অনির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

পরিস্থিতি স্বাভাবিক হলে গেল ৯ নভেম্বর বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রম আইনের বিধান অনুযায়ী এম এম নীটওয়্যার লিঃ থেকে ৬৮ জন এবং মামুন নীটওয়্যার লিঃ থেকে ৪৫ জন শ্রমিককে টার্মিনেশন বা (অব্যাহতি) প্রদান করে কর্তৃপক্ষ। শনিবার ৯ নভেম্বর থেকে শ্রমিকরা কাজে যোগদান করলেও আজকে হঠাৎ সকাল ৯ টা থেকে ছাঁটাইকৃত শ্রমিকদের পূনর্বহালের দাবিতে কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, এর আগে মালিক বলেছিল কোন শ্রমিক ছাঁটাই করা হবেনা। কিন্তু এতগুলো শ্রমিক কেন ছাঁটাই করা হলো এর প্রতিবাদেই আমরা কাজ বন্ধ করে বসে আছি।

এম এম নীটওয়্যার লিমিটেড এর প্রশাসনিক কর্মকর্তা মো: মনোয়ার হোসেন জানান, যে সব শ্রমিকদের টার্মিনেশন বা (অব্যাহতি) দেওয়া হয়েছে শ্রম আইন অনুযায়ী তাদের পাওয়া পরিশোধ করা হয়েছে। তারপরও আজকে কিছু শ্রমিকরা কাজ বন্ধ করে বসে আসেন।

তিনি বলেন, যে অবস্থা তাতে কারখানা বন্ধ করে দেওয়া ছাড়া কোন উপায় নাই। অপরদিকে কোনাবাড়ী জরুন এলাকায় স্বাধীন গার্মেন্টস এর শ্রমিকরা গত এক মাসের বকেয়া বেতনের দাবিতে তিনদিন ধরে বিক্ষোভ করছেন। কাজ বন্ধ করে কারখানার মূল ফটকের সামনে অবস্থান করছেন তারা। এছাড়াও কোনাবাড়ী বাইমাইল কাশেম ল্যাম্পস কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস,টিপিন বিল ও নাইট বিলসহ দশ দাবি আদায়ে দুইদিন ধরে বিক্ষোভ করছেন। গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মো সারোয়ার আলম জানান,গাজীপুরে আজ প্রায় ১৪ টি কারখানা বন্ধ রয়েছে। এছাড়াও কোনাবাড়ীতে এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা ছাঁটাইকৃত শ্রমিকদের পূনর্বহাল বলের দাবীতে কর্মবিরতি পালন করছেন। কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলছেন যেন তারা কাজে যোগ দেয়।

 

বায়ান্ন/এসএ