গাজীপুরের শ্রীপুর উপজেলায় যুবদল নেতা ফাইজুল ইসলামের বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঘটনাটি ঘটে।
এঘটনায় যুবদল নেতা ফাইজুল ইসলাম বাদী হয়ে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম ও শ্রমিকদল নেতা শরিফুল ইসলামসহ ৩০ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে যুবদল নেতাকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
ভুক্তভোগী ফাইজুল ইসলাম গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য।
যুবদল নেতা ফাইজুল ইসলাম বলেন, বেশকিছু দিন যাবৎ স্থানীয় কাজল মিয়ার সঙ্গে আমার জমিজমা নিয়ে বিরোধ চলছে। আমার জমি জবরদখল করতে চেষ্টা চালাচ্ছে। হঠাৎ করে কাজল মিয়া জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম ও শ্রমিকদল নেতা শরিফুল ইসলামকে ভাড়া করে এনে আমার বসতবাড়িতে হামলা চালিয়েছে। আমার বসতবাড়ির প্রতিটি কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে। স্বর্ণালঙ্কার লুট করে। ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আমি বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আমাকে কুপিয়ে মারাত্মক আহত করে। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
তিনি আরও বলেন, আমাকে মারধর কুপিয়ে আহত করে আমার জমি জবরদখল করে সীমানা প্রাচীর নির্মাণ করে দখলে নিচ্ছে।
অভিযুক্ত জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে ফাইজুল ইসলাম মিথ্যা অভিযোগ দিয়েছে। আমি ঘটনাস্থলে যাইনি। কেউ এমন কোনো প্রমাণ দিতে পারবে না।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এ বিষয়ে উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বায়ান্ন/প্র্রতিনিধি/একে