ঢাকা, বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

গোলাপগঞ্জে নির্বাচনী সহিংসতায় সংঘর্ষে নিহত ১

গোলাপগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ২৭ ডিসেম্বর ২০২১ ১২:০১:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে ৮ ও ৯ নং ওয়ার্ডের দুটি ভোটকেন্দ্রের ফলাফলকে কেন্দ্র করে সংঘর্ষে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আবদুস সালাম। তিনি বইটিকর বাজারের একটি গ্যারেজে মেকানিক হিসেবে কাজ করতেন। সালামের বাড়ি গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের রামপা গ্রামে।

রোববার সন্ধ্যার পরে বইটিকর এলাকায় পুলিশ ও চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। নিহত সালামের শরীরে গুলির চিহ্ন রয়েছে। নিহতের ছেলে জসিম উদ্দিন তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে এ ঘটনায় ৫ পুলিশ সদস্যও হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ফুলবাড়ি ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের দুটি কেন্দ্রের ফলাফলকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা এমরান হোসেনের লোকজন বইটিকর বাজারে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন। এসময় থানাপুলিশ পুলিশ এসে তাদের সড়কে থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশের সঙ্গে এমরান হোসেনের সমর্থকদের তুমুল সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে পুলিশ টিয়ার সেল ও গুলি নিক্ষেপ করে।

সংঘর্ষের সময় বইটিকরের দুপাশে সিলেট-জকিগঞ্জ সড়কের কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশের দায়িত্বপ্রাপ্ত জেলা ইনচার্জ এসআই জনি চৌধুরী রাত সাড়ে ১২টায় জানান, নিহত আব্দুস সালামের শরীরে গুলির চিহ্ন রয়েছে।