ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা অবরসরপ্রাপ্ত ল্যান্স নায়েক তোতা মিয়া আর নেই

গোলাপগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১৭ জানুয়ারী ২০২৪ ০৩:৩৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ল্যান্স নায়েক (অব.) তোতা মিয়া আর নেই। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫মিনিটে সিলেট শহরের টিলাগড় বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

 

বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া উপজেলার ১নং বাঘা ইউনিয়নের বাঘা পরগণা বাজার উত্তরগাঁও বড়বাড়ি গ্রামের হাজি নছির উদ্দিনের পুত্র। (মঙ্গলবার) রাত ৮টায় বাঘা পরগণা বাজার উত্তরগাঁও জামে মসজিদ ঈদগা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

 

বীর মুক্তিযোদ্ধা ল্যান্স নায়েক (অব.) তোতা মিয়া মুক্তিযুদ্ধকালীন সময় ৪ ও ৫ নং সেক্টরে বীরত্বের সাথে যুদ্ধ করেন দুঃসাহসিক এ বীর যোদ্ধা । তিনি অনেক সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ শেষে বাড়িতে এসে গোলাপগঞ্জের মুক্তিযোদ্ধাদের পুনরায় সুসংগঠিত করেন।

 

তিনি মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের কমান্ডার হিসেবে ১৯৮৬ থেকে ২০০১ খ্রিস্টাব্দ পর্যন্ত ১৫ বছর দায়িত্ব পালন করেন। পরবর্তী পর্যায়ে তিনি সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত সাংগঠনিক কমান্ডার হিসেবে ২০১৭ থেকে ২০১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দায়িত্ব পালন করেন।

 

২০১৭ খ্রিস্টাব্দে গঠিত গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির তিনি অন্যতম সদস্য ছিলেন।