বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচাল ও জেলা প্রশাসক এর সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক বাজার তদারকিসহ নিয়মিত অভিযান করা হয়।
আজ ২৩নভেম্বর ২০২২ তারিখে চট্টগ্রাম মহানগরীর বড়পুল হালিশহর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এসময়, সকাল ১১:৩০মিনিট হতে পরিচালিত অভিযানে চিনির মূল্য তালিকা বিক্রয় ভাউচারের গরমিল, ক্রয় ভাউচার না রাখা ও অধিক মূল্যে চিনি বিক্রয়ের অপরাধে সততা ট্রেডার্স নামের একটি প্রতিষ্টানকে ৫০হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সরকার নির্ধারিত মূল্যে চিনি বিক্রয়ের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা ও বিভাগীয় কার্যালয়ের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক জনাব মোঃ আনিছুর রহমান ও জনাব দিদার হোসেন উক্ত অভিযান পরিচালনা করেন।সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)একটি চৌকশ টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী সংশ্লিষ্ট কর্মকর্তাগন