হবিগঞ্জ চুনারুঘাটে প্রতীক সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে দিনব্যাপী গ্রামাঞ্চলের ৫‘শ থেকে ৭‘শত কর্মজীবি, দিনমজুর, শিক্ষার্থীসহ সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে স্থানীয় সর্ব-শ্রেণী পেশার মানুষদেরকে সুনামধন্য চিকিৎসক দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্পিং চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারী) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড পশ্চিম বাজারের মহালদার বাড়ী সংলগ্ন প্রতীকের প্রধান কার্যালয় প্রাঙ্গনে প্রতীকের উদ্যোগে ফ্রি-মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে কেক খেটে ফ্রি মেডিকেল ক্যাম্পিং চিকিৎসা সেবার শুভ উদ্বোধন করা হয়।
উদ্যোক্তারা জানান, ফ্রি-মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের শিশু, কিশোর-কিশোরী, যুবক ও বৃদ্ধরাসহ পুরুষ-মহিলা উভয়দেরকে চক্ষু, দন্ত, শিশু ও মেডিসিন বিভাগের ৪ জন চিকিৎসক বিভিন্ন রোগের সেবাগ্রহীতাদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ এম বি বি এস (ডি এম সি) ডাঃ রোজিনা রহমান, মেডিসিন বিশেষজ্ঞ এম বি বি এস (ডি ইউ) ডাঃ কানিজ ফাতেমা কনা, ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ বি ডি এস (ডি ইউ) পিজিটি ডাঃ মোঃ আবু আফসার (শুভ) ও চুনারুঘাট চক্ষু হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার (ডি এম এফ) ডাঃ শ্রীকান্ত মালাকার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশ। বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক ও আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বাবুল, ইউনিয়ন অওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ তোফাজ্জল মহালদার, সহ-সভাপতি মোঃ ফারুকুজ্জামান (উজ্জল) প্রমুখ।
এসময় সামাজিক সংগঠন প্রতীকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সম্পাদক মোঃ এনামুল হক মাসুদ, বিনয় কুমার সিংহ, আঃ ওয়াহিদ শাহীন, তাজুল ইসলাম, আকাশ তাঁতী ও রাসেল আহমেদসহ প্রতীক সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির লোকজনরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালের শুরু থেকে প্রতীক সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি সামাজিক সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই সংগঠনটি নানা মানবিক কাজ করে আসছে। তারা ইতিপূর্বে নৃ-তাত্বিক জনগোষ্ঠীদের মাঝে মশারি বিতরণ, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বিনামূল্যে পাঠদান, ঈদ সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচীসহ বিভিন্ন উন্নয়মূলক কর্মসূচী পালন করে আসছে। ব্যতিক্রমধর্মী আয়োজনটি, ‘‘ফ্রি মেডিকেল ক্যাম্পিং চিকিৎসা সেবা’’ বসিয়ে ওই অঞ্চলের অসহায় রোগীদের স্বাস্থ্যসেবা দিয়েছে মানবিক সংগঠনটি। ফ্রি মেডিকেল ক্যাম্পিং এ আহম্মদাবাদ ইউনিয়নের আশেপাশের দরিদ্র গ্রামবাসীর মধ্যে প্রায় ৫‘শত থেকে ৭‘শত জন রোগীর প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের চিকিৎসা সেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা ও বিভিন্ন গ্রাম থেকে সেবা নিতে আসা সেবাগ্রহীতারাও বলেন, এমন মানবিক আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সমাজের প্রত্যেকেরই প্রতীক সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটির মতো মানবিক কর্মকাÐে নিজেদের সাধ্যমতো অবদান রাখা উচিত। তারা আরোও বলেন, প্রতীকের উদ্যোগে আয়োজিত এসব স্বেচ্ছাসেবী ও মানবিক কর্মকাÐে সরকারি ও বিত্তবান শ্রেণির মানুষদের সহযোগিতা খুব জরুরি। সকলেই আয়োজিত এই মানবিক কর্মকাÐের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সামাজিক এমন ধরনের সকল কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।