বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরী বলেছেন, গত ৫ আগষ্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে, তা সবাইকে রক্ষা করতে হবে রাষ্ট্র মেরামতের মাধ্যমে।
তিনি বলেন, যে যার সামর্থ অনুযায়ী অসহায় হতদরিদ্রের মাঝে সহযোগিতার হাত বাড়াতে হবে। দেশ এখনো ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা পায়নি। তারা বিভিন্নরূপে বিভিন্ন মুখোশে দেশকে অশান্ত ও নৈরাজ্য বিস্তার করতে মরিয়া।
তাই সবাই এই ষড়যন্ত্রকারীদের হাত থেকে চিরতরে রক্ষা পেতে হলে ঐক্যবদ্ধ ভাবে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে।
শনিবার সকালে নগরের আকবরশাহ থানার বিশ্ব কলোনী পি ব্লক স্কুল মাঠে জেএএম ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরী বলেন, এজন্য দেশের প্রতিটি নাগরিককে স¤পৃক্ত করে সব ধরনের সেবা প্রদানের লক্ষ্যে একটি নির্দিষ্ট পন্থায় এগিয়ে যেতে হবে। ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করে পালিয়ে গেছে। তাই এই দেশকে একটা উন্নত বাংলাদেশে রূপ দিতে হলে দিন রাত কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে।
আকবরশাহ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিমের সভাপতিত্বে ও বিএনপি নেতা রায়হান উদ্দিন প্রধান ও যুবদল নেতা ইলিয়াছ খানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহাগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,কাজী সালাউদ্দিন ও জহুরুল আলম প্রমুখ।
বায়ান্ন/এসএ