ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

জনকন্ঠের সিনিয়র রিপোর্টার বিশিস্ট সাংবাদিক সমুদ্র হক’র ইন্তেকাল

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ ০৭:১৮:০০ অপরাহ্ন | দেশের খবর

 দৈনিক জনকন্ঠের সিনিয়র রিপোর্টার সমুদ্র হক(এসএম খবিরুল হক) আর নেই( ইন্নালিল্লাহি.........রাজিউন)। মঙ্গলবার সকালে তিনি বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিলো ৭১ বছর। বিশিষ্ট এই সাংবাদিক প্রতিষ্ঠাকাল থেকে দৈনিক জনকন্ঠে কর্মরত ছিলেন। তিনি দুই কন্যা, স্ত্রী ও ৪ ভাইসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ দিন ধরে তিনি হৃদ রোগে ভুগছিলেন।

সকালে তিনি বগুড়ায় শহরের সুত্রাপুরে নিজ বাসভবনে অসুস্থ্য হয়ে পড়েন। দ্রুত তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তৃণমুল সাংবাদিকতার ক্ষেত্রে উত্তরাঞ্চলে তিনি ছিলেন অসাধারণ ও অনুসরনীয় প্রতিভা। লেখনীর সব ক্ষেত্রেই স্বকীয়তার ছাপ রেখেছেন। যে কোন বিষয়ে ফিচার লিখনীতে অনায়াসে তিনি তুলে আনতেন সব ধরনের আবেদন ও নান্দনিকতাসহ এক ভিন্ন মাত্রার সৌন্দর্য্য। এধরনের লেখন শৈলীই তাকে জনকন্ঠের পাঠকদের কাছে এক দক্ষ ও খ্যাতিমান সংবাদিক হিসাবে তুলে ধরতে সহায়তা এনে দেয়। সাংবাদিকতার বাইরে প্রবন্ধ কবিতাসহ রম্য রচনাও লিখতেন। তার একটি কাব্যগ্রন্থও রয়েছে।

খ্যাতিমান এই সাংবাদিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বগুড়ায় কর্মরত সাংবাদিকরা তার বাসায় ছুটে যান। বিকাল ৩ টায় শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ তার নিত্য দিনের অতিপ্রিয় আঙ্গিনা বগুড়া প্রেসক্লাবে আনা হয়। সেখানে প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরাসহ জেলা পুলিশ প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়া জেলা পরিষদ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তার প্রতি শ্রদ্ধা জানান। বাদ মাগরিব বগুড়া কেন্দ্রীয় ঈদগাহে তার জানাজা হয়। এতে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোজাম্মেল হক লালু, বগুড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি জামান নিকেতা,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ সভাপতি ম, আব্দুর রাজ্জাক, বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ ও প্যানেল মেয়র আলাহাজ¦ শেখ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে দক্ষিন বগুড়া গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে বিফএফউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদসহ বগুড়া প্রেসক্লাব,বগুড়া সাংবাদিক ইউনিয়ন, বগুড়া জেলা আওয়ামী লীগ, বগুড়া জেলা পরিষদ. সম্মিলিত সাংস্কৃতিক জোট, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশন,সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শোক জানান হয়েছে।