ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

জমিতে কাজ করা কেন্দ্র করে নড়াইলে বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে জখম

ফরহাদ খান, নড়াইল : | প্রকাশের সময় : রবিবার ৩১ জুলাই ২০২২ ০৬:৪২:০০ অপরাহ্ন | দেশের খবর

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে কৃষক সৈয়দ মুক্তার আলীকে (৫৫) পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশিরা। রোববার (৩১ জুলাই) সকালে তিনি মারা যান। জমিতে শ্রমিক বেচাকেনাকে কেন্দ্র করে গত শনিবার সন্ধ্যায় মুক্তার আলীকে  পিটিয়ে আহত করা হয়। প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খুলনায় নেয়ার পথে রোববার সকালে তার মৃত্যু হয়। এছাড়া মুক্তার আলীর ছেলে ইসমাইলকে (২১) মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে।

 

নিহতের পরিবারের সদস্যরা জানান, সৈয়দ মুক্তার আলী ওই গ্রামের মিজানুর রহমানকে কৃষি কাজের শ্রমিক হিসেবে ঠিক করেন। তবে মিজানুর অন্য জমিতে কাজ করায় শনিবার (৩০ জুলাই) সকালের দিকে দু’জনের মাঝে কথা কাটাকাটি হয়। এরপর ওইদিন (শনিবার) সন্ধ্যায় সৈয়দ মুস্তার আলী ও তার ছেলে ইসমাইল (২১) স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে ওৎ পেতে থাকা প্রতিবেশি মিজানুর ও তার সহযোগী ইমন তাদের ওপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।

 

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।