![](https://dainikbayanno.com/storage/untitled-8-22.jpg)
সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাসের ধাক্কায় বিপরীত থেকে আসা এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় সাভার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী অংশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সোহরাব হোসেন। তার বাড়ি ঢাকার ধামরাই উপজেলায়।
দুর্ঘটনার পরে তাৎক্ষণিক সোহরাবকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাত ১১টা ৫২ মিনিটে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোহরাব বিপরীত দিকে দ্রুত গতিতে যাচ্ছিলেন এবং হঠাৎ করে বাসের সামনে চলে আসেন। বাসচালক গতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বাইকের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উপস্থিত জনতা তাকে আহত অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
বিষয়ে প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের শিক্ষার্থী খায়ের মাহমুদ বলেন, আমি ও আমার বন্ধু হৃদয় আমরা বাসের দোতলায় একেবারে সামনের সিটে বসছিলাম। সর্বশেষ তার মৃত্যুর আগ পর্যন্ত ৪৮ ব্যাচের ইমরান ভাইসহ আমরা তিনজন সেখানে ছিলাম। এই দুর্ঘটনায় আমাদের ড্রাইভারের কোনোরকম দোষ ছিল না। নিহত ব্যক্তি খুব ডিপ্রেশনে ছিলেন বলেই চিকিৎসকের ধারণা। চিকিৎসক সার্ভিসিং করার জন্য যখন ওনার প্যান্ট কাটছিল তখন ওনার পকেটে অনেকগুলো ঘুমের ওষুধ পাওয়া যায় যেটা দেখে ডাক্তার নিজেই অবাক হয়েছেন। তারপরও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন। সুতরাং অন্তত এই দুর্ঘটনায় আমাদের প্রশাসন ও ড্রাইভার এদের উপর দোষ না দেই।
বাসচালক মো. আবু হানিফ বলেন, 'মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসছিল। বাইকের হেডলাইটেও পর্যাপ্ত আলো ছিল না। হঠাৎ করেই মোটর সাইকেলটি আমার বাসের সামনে চলে আসে। তাকে বাঁচানোর জন্য আমি ব্রেক করলেও তাকে বাঁচানো সম্ভব হয় নি। আমি বাস ঘোরানোর চেষ্টা করলে আরও বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারত।'
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, 'এ ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন শোকাহত। আমরা দ্রুতই নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করবো এবং এই দুঃসময়ে তাদের পাশে থাকবো। তবে সঠিক তদন্তের স্বার্থে আমরা প্রশাসনকে সব রকম সহযোগিতা করব। '
বায়ান্ন/পিএইচ