ঢাকা, শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪, ১লা অগ্রহায়ণ ১৪৩১

জৈনআপুরে বন্যায় বিপর্যস্ত মানৃুষের বেঁচে থাকার লড়াই

জৈন্তাপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২০ জুন ২০২২ ০৪:২২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বন্যায় তলিয়ে যাওয়া বসতঘরের মানুষ দিন দিন কাতর হয়ে পড়ছে। চরম দুর্দিন কাটছে তাদের। উপজেলার উচু স্থানে থাকা স্বজদের ঘরে আবার কিছু মানুষ রয়েছেন আশ্রয় কেন্দ্রগুলোতে। দিনে এক বেলাও তাদের খাবার জুটছে না। দেখা মিলছে না জনপ্রতিনিধিদেরও।

উপজেলার হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুটি ভবনে ও হেমু ভাটপাাড়া খাঁন বাড়িতে বসবাস করছে প্রায় দুই শতাধিক পরিবার। বালিপাড়া, হেমু ভাটপাড়া, মাঝপাড়া, দত্তপাড়াসহ কয়েকটি এলাকা থেকে বাড়িঘর ছেড়ে এসে লোকজন উঠেছেন এই কেন্দ্রে। অনেকটা গাদাগাদি করে বসবাস করছেন লোকজন।

আশ্রয় কেন্দ্রে থাকা নূর উদ্দীন জানিয়েছেন, গত ৬দিন ধরে তারা অবস্থান করছেন। আশপাশের লোকজন রান্না করা খাবার কখনো দিচ্ছেন, কখনো দিচ্ছেন না। দিনে এক বেলাও তারা খাবার পাচ্ছেন না। প্রশাসনের কেউ এসে ত্রাণ দেয়নি বলে জানিয়েছেন তিনি। নুরুন নেছা নামের আরো এক বন্যার্ত জানান, তার ঘরে কোমর পানি। স্ত্রী, সন্তানদের নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন।

বালিপাড়া এলাকার বাসীন্দা কামাল আহমদ বলেন, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন সামাজিক সংঠটনের পক্ষ থেকে শুকনু খাবার পেয়েছি কিন্তু উপজেলা প্রশাসন কিংবা ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষ থেকে কিছু পাইনি।

স্থানীয় ওয়ার্ড সদস্য জানিয়েছেন, আমার ওয়ার্ডের খাঁনবাড়ি আশ্রয় কেন্দ্রে আব্দুল কাদির খাঁনের আর্থায়নে দুইবেলা রান্না করা খাবার দেয়া হচ্ছে। এখনো সরকার থেকে পর্যাপ্ত ত্রাণ আসেনি। আশ্রয় কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছেন বন্যার্তরা। দুশ্চিন্তা কাটছে না তাদের। অনেক আশ্রয় কেন্দ্রে গবাদিপশু ও মানুষ এক সঙ্গে বসবাস করছে।