ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

জয়পুরহাটে সড়কের পাশে পড়েছিল মহিলার লাশ

এম রাসেল আহমেদ, জয়পুরহাট: | প্রকাশের সময় : বুধবার ১৫ নভেম্বর ২০২৩ ০৪:৩৩:০০ অপরাহ্ন | দেশের খবর

জয়পুরহাটের হিচমী বাইপাস সড়কের পাশ থেকে স্বামী পরিত্যক্ত আনোয়ারা বেগম (৪০) নামে নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) সকালে জয়পুরহাট সদর উপজেলার  হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কের হিচমী ড্রিমস কিচেনের এলাকায় সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। 

 

নিহত নারীর পাশে একটি ভ্যানটি ব্যাগ ও এক জোড়া জুতা ছিল। ভ্যানটি ব্যাগের ভেতর পাওয়া মুঠোফোনের সূত্র ধরে তার পরিচয় মিলেছে। আনোয়ারা দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাতআনা আলীরহাটের আদর্শ গ্রামে বসবাস করতেন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সড়াইল গ্রামে তার বাবার বাড়ি। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কের হিচমী ড্রিমস কিচেনের এলাকায় সড়কের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। লাশের পাশে একটি ভ্যানিটি ব্যাগ ও একজোড়া জুতা পড়ে ছিল। স্থানীয়রা ৯৯৯-এ কল করে ঘটনাটি জয়পুরহাট সদর থানা পুলিশকে জানায়। সকাল সাড়ে সাতটার দিকে জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

নিহতের মা মজিদা বেওয়া বলেন, মেয়ে ও জামাই ঢাকাতে গার্মেন্টসে চাকরি করতেন। সেখানে প্রায় ৭ বছর আগের তাদের তালাক হয়। তার দুই মেয়ের বিয়ে হয়েছে। আনোয়ারা দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাতআনা আদর্শ গ্রামে বসবাস করতেন। গত ১২ নভেম্বর মুঠোফোনে মেয়ের সঙ্গে কথা হয়। আনোয়ারা জানায়, সকাল ১০টার চিকিৎসার জন্য জয়পুরহাটে রওনা দেয়। এরপর ওই দিন বিকেলে মুঠোফোনে চিকিৎসা ভালো হচ্ছে বলে জানায়। এরপর থেকে তার সঙ্গে আর মুঠোফোনে যোগাযোগ হয়নি। বুধবার সকালে পুলিশ তাকে ফোন দিয়ে জানায় তার মেয়ের লাশ সড়কের পাশে পড়ে আছে। খবর পেয়ে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে এসে মেয়েকে শনাক্ত করেন।

 

জয়পুরহাট সদর থানার উপপরির্দশক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, সড়কের পাশে এক নারীর মরদেহ পাওয়া গেছে। লাশের পাওয়া ভ্যানিটি ব্যাগে মুঠোফোন ও আয়না ছিল। মুঠোফোনে সূত্র ধরে ওই নারীর নাম আনোয়ারা বেগম বলে জানা গেছে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন, অন্য কোথাও মারা গেছেন। পরে কেউ তাকে সড়কের পাশে ফেলে গেছেন। আনোয়ারার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।