ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

জয়পুরহাটে হত্যা, মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৯ ডিসেম্বর ২০২১ ০৮:২৯:০০ অপরাহ্ন | দেশের খবর
জয়পুরহাটের আক্কেলপুরে স্ত্রী-সন্তানের সামনে জাহের ওরফে আবু তাহের হত্যা মামলায় দুই ভাইসহ তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নূর ইসলাম এ রায় দেন।
 
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামিরা হলেন নিহতের দুই ভাই আক্কেলপুরের আওয়ালগাড়ী গ্রামের মৃত তাছেম মন্ডলের ছেলে সেকেন্দার (৩৮) শহিদুল ইসলাম (৩৫) উলিপুর গ্রামের মৃত ময়েজের ছেলে বাবু (৩৫)
 
মামলার বিবরনি ও আদালত সূত্রে জানা যায় জমি জমা দখল নিয়ে বাঁশঝার গাছ কাটাকে কেন্দ্র করে জয়পুরহাট আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের জাহেরের সঙ্গে ছোট দুই ভাই সেকেন্দার শহিদুলের বিবাদ চলছিলো এর জেরে জাহের তার ভাগের গাছ কেটে নেন গাছকাটাকে কেন্দ্র করে ২০০৭ সালে ১ মার্চ রাতে জাহেরের ঘরে সেকেন্দার শহিদুল প্রবেশ করে৷ 
 
বিষয়টি জান্তে পারলে জাহেরের স্ত্রী সন্তানকে রশি দিয়ে হাত পা মুখ বেঁধে কাপড় দিয়ে সাদা টেপ লাগিয়ে দেয়৷ এরপর তাদের সামনে জাহেরকে টেনে হিঁচরে বারির উঠানে গিয়ে ছোরা দিয়ে গলা ও বুকে খোঁচা মেরে হত্যা করে মৃত্যু নিশ্চিতের পর তারা চলে যায়৷ 
 
এ ঘটনায় নিহতের শ্বশুর বাদী হয়ে পরের দিন তিনজনের নাম উল্লেখ করে আক্কেলপুর থানায় মামলা করেন মামলার দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক আজ দুপুরে আসামিদের উপস্থিতিতে তাদের মৃত্যুদন্ডের আদেশ দেন৷  
 
আসামি পক্ষের আইনজীবী অ্যডভোকেট নন্দ কিশোর আগরওয়ালা সাংবাদিকদের বলেন এ রায়ে আমরা ক্ষুব্ধ আমরা এ রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করবো আমরা মনে করি আপিল করলে আসামিরা খালাস পাবে৷ 
 
 
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, নিজ ভাইকে হত্যার দায়ে  দুই ভাইসহ তিনজনকে আদালতের বিচারক মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।