ঢাকা, বুধবার ১ জানুয়ারী ২০২৫, ১৮ই পৌষ ১৪৩১

ঝিনাইদহে পুকুরে মিলল চা দোকানির মরদেহ

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ২৩ জুলাই ২০২৩ ১২:০৪:০০ অপরাহ্ন | দেশের খবর
ঝিনাইদহের কালীগঞ্জের এক পুকুর থেকে বিল্লাল হোসেন (৬০) নামের এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
রোববার (২৩ জুলাই) সকালে উপজেলার কোলা ইউনিয়নের দামুদরপুর গ্রামের সাবা ব্রিকস নামের ইটভাটার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
নিহত বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
 
এলাকাবাসী শামসুল ইসলাম জানান, শনিবার দুপুরে নিজের জমিতে কাজ করা শ্রমিকদের খাবার দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন বিল্লাল হোসেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে পুকুরে চা দোকানি বিল্লাল হোসেনের লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, প্রাথমিকভাবে তার গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে, এটি স্বাভাবিক মৃত্যু। তবে কিভাবে তিনি মারা গেছেন, তা নিশ্চিত করার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।