ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ৬ ডিসেম্বর ২০২১ ০৪:১৫:০০ অপরাহ্ন | দেশের খবর
৬ ডিসেম্বর ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় ঝিনাইদহ। আকাশে ওড়ে লাল সবুজের স্বাধীন পতাকা। মুক্তির মিছিল ছড়িয়ে পড়ে জেলা থেকে গ্রাম-গ্রামান্তরে। 
 
দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। 
 
জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সালমা সেলিম, রাজিবুল খান। 
 
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন, আহম্মেদ, মনোয়ার হোসেন মালিতা, বসির উদ্দিনসহ অন্যান্যরা। বক্তারা, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান।