ঢাকা, শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

টাঙ্গাইলে ঈদ-এ মিলাদুন্নবীর জশনে জুলুছ

হাসান সিকদার, টাঙ্গাইল | প্রকাশের সময় : রবিবার ৯ অক্টোবর ২০২২ ০২:৩৬:০০ অপরাহ্ন | দেশের খবর



টাঙ্গাইলে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহ আলায়হি ওয়াসাল্লাম ও জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা ঈদ-এ মিলাদুন্নবী উদ্যাপন পরিষদের আয়োজনে দিবসটি পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী। উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল হাই।
সম্মানিত মেহমান ছিলেন আহমাদাবাদ শরীফ করটিয়ার গদিনিশিন পীর সাহেব শাহ্ সূফি সাইফুল্লাহিল ক্বাতেয়ী, আহমাদাবাদ দরবার শরীফ বুহুলী টাঙ্গাইলের পীর সাহেব শাহ্ সূফি ক্বারী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ আল আহমাদি।
আলোচক ছিলেন সরকারি সা’দত কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ হুমায়ূন কবীর আল কাদেরী। এছাড়াও দেশ বরেণ্য ওলামায়েদ্বীন, বিভিন্ন দবরারের পীর মাসায়েখ, বিভিন্ন কলেজ-বিশ^বিদ্যালয়ে অধ্যাপকবৃন্দ ও সুধীজন আলোচনায় অংশ গ্রহণ করেন।
ঈদে মিলাদুন্নবী উদ্যাপন কমিটির সভাপতি ও পারদিঘুলিয়া হাজিবাগ দরবার শরীফের খাদেম অধ্যাপক মুহাম্মদ আব্দুল কদ্দুস খসরু’র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি ছিলেন দেলদুয়ার দরবার শরীফের পীর সাহেব শাহ্ সুফি মুহাম্মদ হারুন-অর-রশিদ, মাওলানা নজরুল ইসলাম, বেড়াবুচনা দরবার শরীফের পীর সাহেব মাওলানা ইসমাইল হোসেন, নাগরপুর জনতা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদ আলম খান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় করেন সরকারি এম.এম আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগি অধ্যাপক আলী আশরাফ খান।
সকাল সাড়ে ৭টায় মাহফিল শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত।
বেলা সাড়ে ১১টায় আয়োজকদের পক্ষ থেকে সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসুল্লীর অংশগ্রহণে অনুষ্ঠিত জশনে জুলুছ (আনন্দ র‌্যালি) শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।