ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

টাঙ্গাইলে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গুরুতর আহত ১

হাসান সিকদার, টাঙ্গাইল : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩ মার্চ ২০২২ ০৪:৪৮:০০ অপরাহ্ন | দেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত ট্রেনে দুর্বৃত্তের পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে আসাদুজ্জামান নামের এক ট্রেন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা পৌঁনে একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর গামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর স্টেশন এলকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। 

 

আহত আসাদুজ্জামান নিজেকে তেজগাঁ কলেজের প্রভাষক ও গ্রামের বাড়ি সরিষাবাড়ি বলে জানিয়েছেন। 

এ বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল স্টেশনের মাস্টার সোহেল মিয়া জানান, ঘটনাটি শুনেছি। আহত ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া একই সময়ে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনেও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনাতেও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ট্রেন যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।