ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছরের মতো এবারো মিলিত হয়েছেন তাদের প্রাণের জেলা টাঙ্গাইলে। শনিবার সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জেলা শিল্পকলায় পালিত হয় পুনর্মিলনী। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার টাঙ্গাইল এ আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শিল্পকলায় গিয়ে শেষ হয়। শিল্পকলা অডিটরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। টাঙ্গাইল পৌরসভার মেয়র ও ঢাবির সাবেক ছাত্র সিরাজুল হক আলমগীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
১৯৪০-এর দশক থেকে শুরু করে সর্বশেষ স্নাতক শেষ করা টাঙ্গাইল জেলার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় মিলন মেলায়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল বক্তৃতা ও স্মৃতিচারণ। দেশে-বিদেশে বিভিন্ন সেক্টরে কর্মরত প্রাক্তন বন্ধুদের পেয়ে অনেকে মেতে উঠেন গল্প-আড্ডায়। একে অপরের পরিবার-পরিজনের সঙ্গে এক ফ্রেমে ছবিতে বন্দি হন ।