ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৭ জন আহত

হাসান সিকদার, টাঙ্গাইল : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৬ অগাস্ট ২০২২ ১০:৫১:০০ পূর্বাহ্ন | দেশের খবর

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী জান্নাত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার বাংড়া ইউনিয়নের সাকরাইলস্থ শোলাকুড়া ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

কালিহাতী ফায়ার সার্ভিসের সাব অফিসার নজরুল ইসলাম জানান, জামালপুর থেকে ছেড়ে আসা জান্নাত পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-৩০০০) কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের সাকরাইলস্থ শোলাকুড়া ব্রিজের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ১৭ জনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স ও বিভিন্ন গাড়িযোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁরা হলেন- জামালপুর উপজেলার মর্জিনা খাতুন (৩৫) ও ঘাটাইল উপজেলার মতিন (২৫)।