ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

টাঙ্গাইলে সেতুর শিক্ষাবৃত্তির চেক বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৮ জুলাই ২০২২ ০৬:০৪:০০ অপরাহ্ন | দেশের খবর

টাঙ্গাইলে সোসাল এডভান্সমেন্ট থ্রু ইউনিটি (সেতু) সংস্থার উদ্যোগে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল শহরে সেতুর প্রধান কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়।  

 

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন। সেতুর কার্যকরী পরিষদের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা সমাজ সেবা কার্যালয়ের রেজিষ্ট্রেশন অফিসার নাজমুল আহসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সেতুর নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন। 

পরে ৩৫ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে মোট ৪ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 

চেক পাওয়া শিক্ষার্থীরা বলেন, আর্থিক সমস্যার কারণে আমাদের লেখা পড়ার অনেক সমস্যা হচ্ছে। অনেক সময় আমাদের নিজেদেরকে লেখা পড়ার খরচ বহন করতে হয়। এ অবস্থায় সেতু সংস্থা আমাদের মতো গরীব শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে আমাদের পাশে থাকার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি। 

 

সেতুর কতৃপক্ষ জানায়, ২০১১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৬৬৬ জন শিক্ষার্থীকে ৯০ লাখ ৩১ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক দেয়া হয়েছে।