ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

টিউবওয়েল প্রদান উদ্বোধনী অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ১৫ অগাস্ট ২০২২ ০৯:০১:০০ অপরাহ্ন | দেশের খবর

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে সুপের পানির সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে লতিফিয়া হ্যান্ডসের পক্ষ থেকে ১‘শত নলকূপ (টিউবওয়েল) প্রদান করা হয়।

 

রবিবার (১৪ই আগষ্ট) সন্ধ্যায় উপজেলার আহম্মদাবাদ দারুচ্ছুন্নাহ মাদ্রাসা মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। চাটপাড়া ফাজিল মাদ্রাসার ইংরেজী প্রভাষক মোঃ এহতেরামুল হক সোহাগের সঞ্চলনায় ও আমুরোডী সাহেবের বড় সাহেবজাদা মৌ: ক্বারী আব্দুল হালিম হারুনের সভাপতিত্বে অনুষ্টানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস ও লতিফিয়া হ্যান্ডসের ইন্টারন্যাশনাল কান্ট্রি ডিরেক্টর মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী।

 

আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারেরর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব এডঃ মাহবুব আলী, এমপি।

 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রখেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, চনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ লুৎফুর রহমান চৌধুরী, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পলাশ, উপজেলা অওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও মিরাশী ইউপি চেয়ারম্যান মোঃ মানিক সরকার ও রাণীগাও ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান রিপন প্রমূখ।

 

এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা, ইউনিয়নের চেয়ারম্যান/মেম্বারসহ বিপুল সংখ্যক আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাতীলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

এসময় আহম্মদাবাদ দারুচ্ছুন্নাহ মাদ্রাসার উন্নয়নমূলক কাজের জন্য বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী অ্যাড: মাহবুব আলীর কাছে। উদ্বোধনী সভা শেষে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীকে মাদ্রসার পক্ষ হতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।