ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত,অস্ত্র ও ইয়াবা উদ্ধার

শহীদুল ইসলাম সোহাগ,টেকনাফঃ | প্রকাশের সময় : রবিবার ১৪ নভেম্বর ২০২১ ০৪:৩০:০০ অপরাহ্ন | দেশের খবর

কক্সবাজার টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারির বন্দুযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছে। রবিবার (১৪ নভেম্বার) লেঃ কর্ণেল ফয়সাল হাসান খান দুপুরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান,গোপন খবরে জানতে পারেন, হোয়াইক্যং ইউপির ঝিমংখালী বিওপির অধীন ৭নং স্লুইসগেট এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করছে। এ খবরে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নাফ নদীর তীরে বিজিবি সদস্যরা গোপনে অস্থান নেয়। কিছুক্ষণ পরে তিনজন ব্যক্তি বাংলাদেশ প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে! বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারিবারা বিজিবির টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। সরকারি মালামাল রক্ষা ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলি বর্ষণ করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করে বিজিবি সদস্যরা। এসময় পরিত্যক্ত একটি দেশিয় তৈরি অগ্নেয়াস্ত্র ও ১লাখ ইয়াবা উদ্ধার করা হয়।