ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে পরিমাপে তেল কম দেওয়ায় পাম্প মালিককে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ৭ অগাস্ট ২০২২ ০৭:২২:০০ অপরাহ্ন | দেশের খবর

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আব্দুর রহিম ফিলিং স্টেশনে ডিজেল, পেট্রোল ও অকটেন পরিমাপে কম পাওয়ায় পাম্প মালিককে জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

 

রোববার (০৭ আগস্ট) দুপুরে রাণীশংকৈল উপজেলার আব্দুর রহিম ফিলিং স্টেশনে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। 

 

এ সময় ওই পাম্পে ৫ লিটার ডিজেলে ৫০ এম এল, ৫ লিটার পেট্রোলে ১৩০ এম এল ও ৫ লিটার অকটেনে ৪০ এম এল তেল পরিমাপে কম পাওয়ায় পাম্প মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শেখ সাদী। 

 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।