ঢাকা, শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে ভারতে উচ্চ শিক্ষা গ্রহন করতে যাওয়া শিক্ষার্থীদের বিদায়

ফরিদুল ইসলাম রঞ্জু, ঠাকুরগাঁও | প্রকাশের সময় : রবিবার ৮ ডিসেম্বর ২০২৪ ০৫:২৩:০০ অপরাহ্ন | শিক্ষা

এক সময় ঠাকুরগাঁও থেকে বিদেশে উচ্চ শিক্ষায় যেতে পারাটা দূস্কর হলেও বর্তমানে তা অনেকটা সহজ লভ্য করে তুলেছে আফরী এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম নামের একটি প্রাইভেট প্রতিষ্ঠান। এখান থেকে এখন নিয়মিত ভারত, কানাডা, চায়না সহ বিভিন্ন দেশে পড়ালেখা করতে যাওয়ার সুযোগ পাচ্ছে ঠাকুরগাঁওসহ আশেপাশের জেলার শিক্ষার্থীরা। 

এরই ধারাবাহিকতায় গতকাল ভারতে উচ্চ শিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে বিদায় জানায় প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আফরী এডুকেশনাল কানসালটেন্সি ফার্মের ডিরেক্টর আলী আকবর বাবু, ম্যানেজিং ডিরেক্টর আখলেকুর রহমান সাদি সহ উচ্চ শিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উচ্চ শিক্ষা নিতে যাওয়া পঞ্চগড়ের বোদা উপজেলার বিন্দা রাণী জানান, আমি দেশের বাইরে পড়ালেখা করতে চেয়েছিলাম। তবে দেশের বাইরে পড়ালেখা করার অনেক খরচ, যখন জানতে পারি আমাদের দেশে যে টাকা লাগে সেই টাকায় ভারতে পড়ালেখা করা যায়, তখনি সিদ্ধান্ত নেই বাইরে পড়ার-আজ আমাদের বিদায় জানানো হচ্ছে, আগামীকাল আমরা আফরী এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের মাধ্যমে ভারতের উদ্দেশ্যে যাত্রা করবো। একই সুরে কথা বলেন, আরেক শিক্ষার্থী ফারজানা। 

শিক্ষার্থী অভিভাবক মানিক জানান, ঠাকুরগাঁও থেকে আমার সন্তানকে বিদেশে পড়ালেখা করতে পাঠাতে পারবো তা কখনো ভাবিনি। সব সম্ভব হয়েছে আফরী এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের কারণে। তারা যদি আজ এ প্রতিষ্ঠানটি চালু না করতো তাহলে আমাকে ঢাকা গিয়ে অনেক খড়কুটো পুড়িয়ে সন্তানকে পড়ালেখার জন্য দেশের বাইরে পাঠাতে হতো। এ প্রতিষ্ঠানের মাধ্যমে খুব সহজে এবং অল্প খরচে সন্তানকে দেশের বাইরে পড়ালেখা করার জন্য পাঠাতে পারছি যোগ করেন তিনি।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আখলেকুর রহমান সাদি জানান, আমার ভাইকে যখন ভারতের পাঞ্জাবে পড়ালেখা করতে নিয়ে যাই-সেসময় খুব ভোগান্তিতে পড়তে হয়েছিলো আমাকে। সেই থেকে মনে একটা চিন্তা করে রেখেছিলাম আমাদের উত্তরবঙ্গের ছেলেমেয়েরা উচ্চ শিক্ষার জন্য তো দেশের বাইরে সহজেই যেতে পারে না। তাদের যদি সার্বিক সহযোগিতা করা হয়-তাহলে তাদের আগ্রহ বাড়বে। সেই চিন্তা-চেতনা থেকে এই এডুকেশনাল কনসালটেন্সি ফার্মটি করা হয়। গত বছর থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি, আশা করি আগামীতে আরও ভালো করতে পারবো আমরা।

 

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ