ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

ডিআইজির সঙ্গে নড়াইলের নবাগত পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়

ফরহাদ খান, নড়াইল : | প্রকাশের সময় : শনিবার ২৭ অগাস্ট ২০২২ ০১:২২:০০ অপরাহ্ন | দেশের খবর

খুলনা রেঞ্জ ডিআইজির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন নড়াইলের প্রথম নারী পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন। গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে ডিআইজির ডক্টর খঃ মহিদ উদ্দিনের (বিপিএম বার) সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

 

এর আগে ২৪ আগস্ট বিকেলে বিদায়ী পুলিশ সুপার প্রবীর কুমার রায় (অতিরিক্ত ডিআইজি) নড়াইলের নবাগত পুলিশ সুপার সাদিরা খাতুনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। গত ৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সাদিরা খাতুনকে নড়াইলের এসপি পদে পদায়ন করা হয়। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অতিরিক্ত আইজি কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

 

এদিকে, নড়াইলের নবাগত পুলিশ সুপার ছাড়াও খুলনা রেঞ্জে আরো চার জেলার নবাগত পুলিশ সুপারবৃন্দ ডিআইজির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 

এরা হলেন-ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার), সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুন ও মাগুরার পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা। এ সময় পাঁচ জেলার পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান খুলনা রেঞ্জ ডিআইজি ডক্টর খঃ মহিদ উদ্দিন।

 

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) আতিকুর রহমান পিপিএম, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) নওরোজ হাসান তালুকদার, আরআরএফ খুলনার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএমসহ খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা।