ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

ডেমরায় জঙ্গি সংগঠনের সক্রিয় ৫ সদস্য গ্রেফতার

ডেমরা (ঢাকা) প্রতিনিধি | প্রকাশের সময় : শুক্রবার ২৮ অক্টোবর ২০২২ ১১:৩৬:০০ পূর্বাহ্ন | জাতীয়

রাজধানীর ডেমরায় কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন—ঢাকা বিভাগের (সিটিটিসি) অভিযানে ‘জামাতুল আনসার ফিল হিন্দিশ শারক্বীয়া’ নামে উগ্রবাদী জঙ্গি সংগঠনের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমুলিয়া মডেল টাউনের আড্ডা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার সংলগ্ন থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের তল্লাশি করে ৩ টি এন্ড্রয়েট মোবাইল সেট, পরিবার ছেড়ে হিজরত ও নানা ফতোয়া বিষয়ক বই উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের সহযোগী অজ্ঞাতনামা আরও ৮/১০ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন— মাদারীপুরের সদর থানার মহিষের চর গ্রামের আব্দুর রহিম কবিরাজের ছেলে মো. হাবিবুল্লাহ (১৯), নাটোরের সিংড়া থানার থেলকুর গ্রামের আবু তালেবের ছেলে মো. আব্দুল্লাহ (২২),ভোলার বোরহান উদ্দিন থানার কুতুবা ৭নং ওয়ার্ডের মো. আলী আহমেদের ছেলে মো. মাহামুদুল হাসান (১৮), কুমিল্লার চান্দিনা থানার কেগলা গ্রামের মো. দুধ মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৩৩) ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার দারোগোল্লা গ্রামের মৃত হিরা চাঁনের ছেলে মো. জিয়াউদ্দিন (৩৭)। এ বিষয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে ডেমরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়। বর্তমানে আসামিরা কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন—ঢাকা এর হেফাজতে রয়েছে।

বাদির বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা সকলেই সহিংস উগ্রবাদী জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। তারা সংগঠনের সদস্য সংগ্রহ ও রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকান্ডের মাধ্যমে দেশের ক্ষতি সাধনের পরিকল্পনার নিয়ে ডেমরায় জমায়েত হয়। এছাড়াও গ্রেফতার হাবিবুল্লাহ ও মাহমুদুল ওই সংগঠনের আদর্শে উজ্জিবীত হয়ে জিহাদের প্রশিক্ষণ নেওয়ার জন্য বাড়ী ছেলে চলে আসে। আর বাকি ৩ জন নতুন সদস্যদের সাময়িক বাসস্থান ব্যবস্থাসহ প্রাথমিক প্রশিক্ষণের ব্যবস্থা করতো।