দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বগুড়া জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।
বৃহম্পতিবার বেলা ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় মুজিব মঞ্চের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুজিব মঞ্চে এসে শেষ হয়।
বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বগুড়া-সদর আসনের এমপি রাগেবুল আহসান রিপু, বাংলাদেশ বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ম আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান রাজসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা তফসিল ঘোষণা করায় প্রধান নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান এবং নির্বাচন বানচাল করতে যারা মাঠে জঙ্গি তৎপরতা চালাচ্ছে তাদেরতে প্রতিহত করতে আহবান জানান।