ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

তীব্র ঝঁড়ে মাছ শিকারের নেশায় বের হয়ে বজ্রপাতে রায়পুরে কৃষকের মৃত্যু

মো.ওয়াহিদুর রহমান মুরাদ, করেসপন্ডেন্ট : | প্রকাশের সময় : বুধবার ২৫ মে ২০২২ ১২:৩৫:০০ অপরাহ্ন | দেশের খবর

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন এর  ২ নং ওয়ার্ড বশির উল্লাহ পন্ডিত বাড়ির মানিক মিয়া (৫৫)নামে একজন কৃষক মাছ শিকার করতে যেয়ে বজ্রপাতে মৃত্যুবরণ করেন আজ রাত ১১.৩০মিনিটি  বাড়ির পাশে।

বজ্রপাতে মানিক মিয়া নিহতের ঘটনাটি মুঠোফোনে নিশ্চিত করেন ওয়ার্ড মেম্বার শিপন মোল্লা।তিনি জানান ,আজ রা‌তে বৃ‌ষ্টি নাম‌লে তি‌নি মাছ শিকা‌রে বের হলে বজ্রপা‌তে মৃত্যুর ঘটনা‌টি ঘ‌টে। তি‌নি ব‌লেন মাছ শিকা‌রের সময় তার নিজ বা‌ড়ির পা‌শে লাল মস‌জিদ সংলগ্ন মাছ শিকার করা অবস্থায় বজ্রপাত হয়। এ‌তে ঘটনাস্থ‌লে মৃত্যু হয় মা‌নিক মিয়ার। ঘটনার খবর জান‌তে পে‌রে নিহ‌তের লোকজন এবং এলাকাবা‌সী বজ্রপা‌তে নিহত মা‌নিক‌মিয়ার মৃত দেহ তার বা‌ড়ি নি‌য়ে যায়। নিহত মা‌নিক মিয়ার এক ছে‌লে দুই মে‌য়ে ব‌লে জানা যায়।

পারিবারিক সম্মতিতে লাশ দাফন করবেন বলে নিশ্চিত করেন রায়পুর থানা অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া।