ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ই আশ্বিন ১৪৩১

দক্ষ বিশেষজ্ঞ ডাক্তার তৈরীতে বগুড়ায় ভারতের ডাক্তারদের অংশগ্রহণে ওয়ার্কসপ অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ৮ জুন ২০২২ ০৬:৪৭:০০ অপরাহ্ন | দেশের খবর

 

দেশে দক্ষ বিশেষজ্ঞ ডাক্তারদের ঘাটতি পূরণে দেশী-বিদেশী খ্যাতি সম্পূর্ণ ডাক্তারদের জ্ঞান ও দক্ষতা বিনিময়ের উদ্যোগ হিসাবে বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজের উদ্যোগে বুধবার মম ইন হোটেলে উত্তরবঙ্গের মেডিকেল কলেজ সমূহের ডাক্তারদের অংশগ্রহণে ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়।

চিকিৎসা গ্রহণে দেশের রুগীদের বিদেশ গিয়ে চিকিৎসা গ্রহণের আগ্রহ কমাতে এবং আস্থাপূর্ণ সেবা প্রদানে টেকনিক্যাল জ্ঞান আদান-প্রদান, অবকাঠামো উন্নয়ন এবং সেবার পরিধি বৃদ্ধিতে এই কনফারেন্সের আয়োজন করা হয়। সেই সাথে দেশে ডাক্তারদের দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখবে। উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. এ.জেড.এম মোস্তাক হোসাইন।

সেমিনারে কি-নোট স্প্রিকার হিসেবে জুম প্রোগ্রামে ভিডিও’র মাধ্যমে বক্তব্য তুলে ধরেন, ভারতের দিল্লীর এআইআইএমএস এর সাবেক পরিচালক প্রফেসর ডা. এম.সি মিশ্রা, ভারতের দিল্লীর এআইআইএমএস এর সাবেক সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. অনুরাগ শ্রীবাস্তভ, ভারতের ভেলোর সিএমসি এর এন্ডোক্রাইন সার্জারি বিভাগের প্রফেসর ডা. দীপক টি. আব্রাহাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএমএ বগুড়ার সভাপতি প্রফেসর ডা. মোস্তফা আলম নান্নু এবং টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আফজাল হোসেন, ইউকে, ওয়েলস এর রেক্সহাম মেলর হাসপাতালের অবস্ এন্ড গাইনি বিষেশজ্ঞ ডা. খাদিজা নাজনিন, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম জুয়েল, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক ডা. মোঃ মতিউর রহমান প্রমুখ।

অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় মমইন হোটেলে উল্লেখিত আমন্ত্রিত অথিতি ও টিএমএসএস’র উর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে পরামর্শকমূলক সভা অনুষ্ঠিত হয়।