ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

দিনাজপুরে নকল প্রসাধনী সামগ্রি জব্দ ও জরিমানা

ফখরুল হাসান পলাশ, দিনাজপুর : | প্রকাশের সময় : সোমবার ১ অগাস্ট ২০২২ ০৪:১৪:০০ অপরাহ্ন | দেশের খবর

দিনাজপুরে বিপুল পরিমানে নকল কসমেটিকস সামগ্রি জব্দসহ একজনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার সকালে দিনাজপুর শহরের সরদারপাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে একটি বাসায় অভিযান চালিয়ে উক্ত প্রসাধনী সামগ্রি জব্দ করা হয়। এসময় ৩০ হাজার টাকা জরিমানা করে সেলিম নামের একজনের কাছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান, একজন খুচরা কসমেটিক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে নকল প্রসাধনীর পাইকারী ব্যবাসায়ী সেলিমের ভাড়া বাসার গোডাউনে অভিযান পরিচালনা করে এই সব নকল কসমেটিকস সামগ্রি জব্দ করা হয়। দেশ ও বিদেশের নামিদামী কোম্পানীর নকল প্রসাধনী ঢাকা থেকে এনে বিভিন্ন খুচরা দোকানে বিক্রি করত তারা। প্রায় দেড়লাখ টাকার প্রসাধনী জব্দসহ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে এই সব নকল কসমেটিকস সামগ্রী নষ্ট করে ফেলা হবে বলে জানান এই কর্মকর্তা।