ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

দিনাজপুরে পহেলা বৈশাখের নানা আয়োজন

দিনাজপুর প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৪ এপ্রিল ২০২২ ০৪:৪৬:০০ অপরাহ্ন | দেশের খবর

বাংঙ্গালীর ঐতিহ্য ও প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে দিনাজপুরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। করোনার কারনে দুই বছর বন্ধ থাকার পর আবার নতুন রূপে উৎযাপন হয়েছে বৈশাখী উৎসব-১৪২৯।

সকালে স্থানীয় মুন্সিপাড়াস্থ একাডেমী স্কুল প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোরে শহীদ বড় মাঠে এসে শেষ হয়। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের নেতৃত্বে র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি সংগঠন।

এর আগে বৈশাখী উৎসব পরিষদের পক্ষ থেকে একাডেমী স্কুল প্রাঙ্গনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে শিশু একাডেমীতে জেলা প্রশাসন আয়োজিত বৈশাখী ও লোকজ মেলার উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম।