সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর যৌথ সহযোগিতায় ২শত ৫০ টি বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।বুধবার (৬ জুলাই) সকালে এফআইভিডিবি ব্রাঞ্চ অফিস, মাদানী মহল্লা থেকে বন্যার্তদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেন এফআইভিডিবির আর্থিক সেবা কর্মসূচির রিজিওনাল ম্যানেজার মোঃ বজলুর রহমান,দিরাই উপজেলার শাখা ব্যবস্থাপক মতি হরণ সরকার। এ সময় উপস্থিত ছিলেন কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম অফিসার মহসিন হাবিব জেমস। সহযোগিতায় ছিলেন আব্দুল হামিদ, মিয়া হোসেন, মোঃ রাশেদ, মনির হোসেন, সালেহ আহমদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।উল্লেখ্য যে, উপহার সামগ্রীর মধ্যে ছিল,চাল ১০ কেজি, মসুর ডাল ১কেজি , বুট ডাল ১কেজি, আলু ২কেজি, পেয়াজ ১কেজি, সয়াবিন তেল ১লিটার, লবণ ১কেজি, এক বক্স ওরস্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পঞ্চাশ টি ইত্যাদি।