ঢাকা, শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪, ৩রা কার্তিক ১৪৩১

দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদের বিরুদ্ধে তদন্তের আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা: | প্রকাশের সময় : সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ০৪:৩৮:০০ অপরাহ্ন | জাতীয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান ড. ইকবাল মাহমুদ ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত এবং মামলার আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ। সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সুলতান মাহমুদের আবেদনে বলা হয়, ড. ইকবাল মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জন করেছেন, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাই বকুল মাহমুদ ও মকুল মাহমুদের নামে প্রতিষ্ঠিত মেসার্স মাহমুদ অ্যান্ড কোম্পানির আড়ালে এই সম্পদ সংগ্রহ করা হয়েছে। এসব সম্পত্তি দেশ ও বিদেশে বিদ্যমান বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, এই তিনজনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তদন্ত করে মামলা দায়ের, তদন্ত সম্পন্ন এবং অভিযোগপত্র দাখিল করার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। পাশাপাশি এসব সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করারও আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, ড. ইকবাল মাহমুদ ২০১৬ সালের ১৪ মার্চ থেকে ২০২১ সালের ৯ মার্চ পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।