বাংলাদেশ তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর ও খনিজ সম্পদ জাতীয় রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, জ্বালানী সংকটের কথা বলে দেশের মানুষের সর্বনাশ করে বাংলাদেশে কোন কয়লা খনি করতে দেয়া হবে না। তিনি বলেন, যে প্রকল্প মানুষের সর্বনাশ ডেকে আনবে-সে ধরনের প্রকল্প আমরা মানবো না।
ফুলবাড়ী ট্রাজেডী দিবস উপলক্ষে শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ীতে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বিদেশী চক্রকে খুশী করতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে হাজার হাজার কোটি টাকা দেয়া হয়েছে। কিন্তু এরপর বিদ্যুৎ উৎপাদন করা হয়নি। হাজার হাজার কোটি টাকা খরচ করেও দেশে কেন বিদ্যুৎ সংকট-সরকারের প্রতি এমন প্রশ্ন করেন তিনি।
স্থানীয় তেল, গ্যাস, বিদ্যুৎ. বন্দর ও খনিজ সম্পদ জাতীয় রক্ষা কমিটির আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক টিপু বিশ্বাস, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ এর সম্পাদক মন্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সদস্য হবিবর রহমান প্রমুখ।
এর আগে ফুলবাড়ী ট্রাজেডী দিবস উপলক্ষে অধ্যাপক আনু মোহাম্মদের নেতৃত্বে তেল,গ্যাস, বিদ্যুৎ, বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটি এবং সাবেক মেয়র মর্তুজা সরকার মানিকের নেতৃত্বে ফুলবাড়ী রক্ষা কমিটি পৃথক পৃথক র্যালী বের করে। র্যালিগুলো ফুলবাড়ী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ২০০৬ সালের ২৬ আগষ্ট ফুলবাড়ী আন্দোলনে শহীদদের স্মৃতিস্তম্ভে গিয়ে সেখানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে।
উল্লেখ্য, ২০০৬ সালের ২৬ আগষ্ট দিনাজপুরের ফুলবাড়ীতে কয়লা খনি প্রকল্প বাতিলের দাবীতে গণআন্দোলন গড়ে উঠে। এসময় তৎকালীন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয় আমিন, তরিকুল ও সালেকীন। গুলিবিদ্ধ হয় ২ শতাধিক মানুষ। তখন থেকে ২৬ আগষ্ট ফুলবাড়ী ট্রাজেডী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।