ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

দেশে নেতা ও দলের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি: ফয়জুল করীম

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ০৭:২৮:০০ অপরাহ্ন | দেশের খবর

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশে নেতা ও দলের পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয় নি। আগে যেমন চাঁদাবাজি হয়েছে এখনও তাই হচ্ছে, শুধু লোক পরিবর্তন হয়েছে।

বৃহস্পতিবার (২১নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার আয়োজনে শানে রেসালাত সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ওসি সাহেব বদলী হয় কিন্তু ঘুষ সাহেব জায়গায় থাকে, ডিসি সাহেব বদলি হয় কিন্তু দুর্নীতি সাহেব অফিস ছেড়ে যান না। শুধু দল, শুধু দেশ, শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে কোন দিন শান্তি আসতে পারে না। শান্তি আসতে হলে নীতি আদর্শ পরিবর্তন করতে হবে।

ফয়জুল করীম আরও বলেন, ৫ই আগষ্টের আগে চাঁদা গ্রহন করতো একগ্রুপ, ৫ আগষ্টের পর চাঁদা গ্রহন করে অন্য গ্রুপ। চাঁদা বন্ধ হয় নি, শুধু হাত পরিবর্তন হয়েছে। গুন্ডা, ডাকাত, চাঁদাবাজের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না। এরজন্য মানুষ জীবন দেয় নি, আন্দোলন হয় নি। মানুষ আন্দোলন করেছে চাঁদাবাজি বন্ধ করার জন্য। তাই এদের প্রতিহত করতে হবে।

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী, কমলনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ , মুফতী ইয়াহইয়া মাহমুদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শামছুদ্দোহা আশরাফী, মুফতী রিজওয়ান রফিকী, কৃঞ্চানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতী আমজাদ হোসাইন আশরাফী প্রমুখ।

বায়ান্ন/প্রতিনিধি/একে