ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

দেশ স্বাধীন হলে ও নদী ভাঙ্গন থেকে স্বাধীন হতে পারিনি পায়রা পাড়ের মানুষ!

মহিউদ্দিন লিমন, আমতলী (বরগুনা) প্রতিনিধি।। | প্রকাশের সময় : শনিবার ১১ ফেব্রুয়ারী ২০২৩ ০৫:০৫:০০ অপরাহ্ন | দেশের খবর

 

  বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রামে একাধিক বার পায়রা নদীগর্ভে বিলীন হয়ে গেছে বসতবাড়ি, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা। শতবছর ধরে পরিবার পরিজন ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন অন্তত শত শত  পরিবার।   স্বাধীনতার পর থেকে তাদের অনেক জনপ্রতিনিধিই নদীর পাড়ে ব্লোকের স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু আজ পর্যন্ত তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কেউ এগিয়ে আসেনি। তাইতো আজও তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে!    বেতমোড় গ্রামের মোঃ শানু তালুকদার বলেন,‘স্রোত আর ভাঙন ঠেকাতে না পারলে কারও নিস্তার নেই, এই নদীতে বিলীন হয়ে গেছে অন্তত ৫০ একর ও এর বেশি জমি । সন্ধ্যায় জমি দেখে যাই, সকালে এসে দেখি ওই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে ।
চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রামের জলিল উদ্দিন  বলেন, আমাদের বাপ-দাদার ভিটেমাটি হারিয়েছি। আমরা স্বাধীন হয়েছি ঠিকই  কিন্ত এই নদী থেকে আমরা স্বাধীন হতে পারি নাই। আমরা এখন এই নদী থেকে মুক্তি  পেতে চাই।     প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে ফসলি জমি ও ঘরবাড়ী পায়রা নদীতে ভেঙ্গে বিলিন হয়ে গেছে। দ্রুত এ এলাকায় ব্লক নির্মাণ করে নদীর ভাঙ্গন রোধ করা না হলে এখানে বসবাসরত কয়েক শত পরিবার ভিটা মাটি হারিয়ে নিঃস্ব হয়ে যাবে।  
চাওড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান খান বাদল বলেন, পানি উন্নয়ন বোর্ড থেকে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এর জন্য বহুত কষ্ট করছি আর কতো কষ্ট করমু। টেন্ডার প্রক্রিয়া যেহেতু সম্পূর্ণ কাজ অল্প কিছু দিনের মধ্যেই শুরু হবে বলে আশাবাদী আমরা। 
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুল ইসলামের সাথে মুঠোফোনে ও তার কার্যালেয় গিয়ে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন ভাবে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।