ঢাকা, বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ই অগ্রহায়ণ ১৪৩১

নবাবগঞ্জে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ মে ২০২২ ০১:৩৭:০০ পূর্বাহ্ন | দেশের খবর

 

উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন শীর্ষক প্রকল্পের আওতায় দিনাজপুরের নবাবগঞ্জে পাট চাষীদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার (১৮মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও পাট অধিপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। 
 
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ সোম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের যুগ্ন সচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ এনায়েত উল্লাহ খান ইউসুফ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দীলিপ কুমার প্রমুখ।
 
এ সময় উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোশারফ হোসেন, উপজেলা পাট কর্মকর্তা মোঃ পারভেজ রানা সহ ১শ জন পাট চাষী অংশ গ্রহন করেন।