ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

নবাবগঞ্জে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ৫ অগাস্ট ২০২২ ১২:২২:০০ অপরাহ্ন | দেশের খবর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৫আগস্ট) সকাল ১০ টায় উপজেলা ভবনের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম সহ সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ এবং তাদের সহকর্মী বৃন্দ।

 

এরপর উপজেলা হলরুমে কক্ষে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে সভায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আমির হোসেন ও ২ নং বিনোদনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ফতে উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোছা : রেজিনা পারভিন ও পল্লী উন্নয়ন সঞ্চয় সমন্নয়কারী মোঃ রফিকুল ইসলাম ও ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য খাইরুল ইসলাম ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার মোঃ জহুরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন এবং শেখ কামালের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন।