ঢাকা, রবিবার ১২ জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

বিপ্লব নিয়োগী তন্ময়, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : শনিবার ১১ নভেম্বর ২০২৩ ০৯:৫৬:০০ অপরাহ্ন | দেশের খবর
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম স্বপন দেবনাথ  (৪৪)। তিনি নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারের স্বনামধন্য একজন স্বর্ণ ব্যবসায়ী ও রতন শিল্পালয়ের কর্ণধার ছিলেন। শনিবার (১১নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। সে সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামের জগৎ লাল দেবনাথ এর ছেলে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার (১১ নভেম্বর) সকাল 
৮টার দিকে নিজ বাড়ির ছাদের উপর স্থানীয় ইলেকট্রিশিয়ান রমজান মেম্বারকে ১১হাজার ভোল্টের 
বৈদ্যুতিক লাইনের সমস্যা দেখাতে গিয়ে বৈদ্যুতিক
তারের সঙ্গে ডান হাত জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্বপন দেননাথ। পরে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।