নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের মধ্যপাড়া থেকে অপহরণের ৬ দিন পর বাড়ির পাশ থেকে ৮ বছরের শিশু ইয়াছিনের লাশ উদ্ধার করা হয়েছে। সে উত্তরবাখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনির ছাত্র ছিল।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে শিশু ইয়াছিনের লাশ উদ্ধার করা হয়।
জানাযায়, গত ২৮ নভেম্বর অপহরন করা হয় ৮ বছরের শিশু ইয়াছিনকে। সে উত্তরবাখরনগর ইউনিয়নের মধ্যপাড়ার জামাল উদ্দিনের ছেলে। স্বজনরা খোঁজাখুজি করে না পেয়ে তারা আইনের আশ্রয় নেন।
ইয়াছিনের স্বজনরা জানায়, রোববার নির্বাচনের দিন দুপুরে নিহতের মা সামসুন্নাহার ভোট দিতে কেন্দ্রে গেলে বাড়ি ফিরে তাকে ঘরে পায়নি। তার পর থেকে সে নিখোজ হয়। এলাকায় মাইকিং করেও তাকে না পেয়ে দুদিন পরে থানায় অভিযোগ দাখিল করি। অপহরণকারীরা টাকা চেয়েছে, টাকাও দিয়েছি। পরে কাল রাতে লাশ এনে ফেলে দিয়ে গেছে বাড়ির পাশে। সকালে মানুষ দেখে আমাদের খবর দেয়। আমরা প্রকৃত দোষীদের শাস্তি দাবী করছি।
এ ব্যপারে রায়পুরা থানার ওসি গোবিন্দ সরকার বলেন, তার মা বাদী হয়েছে একটি অপহরন মামলা করেছিল। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।